পঞ্চগড়ের আটোয়ারীতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনার সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আতা’র সঞ্চালনায় বর্তমান আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও তোড়িয়া ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কুদরত-ই-খুদা, যুগ্ম আহবায়ক ও মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ,সদস্য আব্দুল্যাহেল বাকী, সদস্য ও উপজেলা যুব দলের আহবায়ক ধামোর ইউপি’র সাবেক চেয়ারম্যান এবং প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মোঃ নজরুল ইসলাম দুলাল প্রমুখ। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী দলীয় কার্যালয় হতে বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলার ৬ ইউনিয়ন হতে বিএনপি সহ অংগ ও সহযোগী সংগঠনের সহ¯্রাধীক নেতা-কর্মী প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচিতে অংশ গ্রহণ করেন।