৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুদক




আটোয়ারীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুদক

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৪ ২০২৪, ১৮:৩৯ | 654 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে দু’টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ‘ রুখবো দুর্নীতি গড়বো দেশ,হবে সোনার বাংলাদেশ ’ এ স্লোগান নিয়ে দুর্নীতি দমন কমিশন(দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। মঙ্গলবার ( ৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয় ও আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির গরীব ও মেধাবী ২৭০ জন শিক্ষার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ বিতরণ করেন দুর্নীতি দমন কমিশন(দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক মোঃ আজমির শরিফ মারজী। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে স্লেগানের উপর গ্ররুত্বারোপ করে ও সততা চর্চায় উৎসাহিত করতে পৃথক পৃথকভাবে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুদক,সহকারী পরিচালক মোঃ আজমির শরিফ মারজী। তিনি বলেন, শুধু দুর্নীতির কারণে আমাদের দেশের অনেক বড় বড় অর্জন আমরা ধরে রাখতে পারিনি। তরুণ ছাত্র সমাজের আন্দোলনের ফলে সাম্প্রতিক সময়ে আমাদের একটা বড় অর্জন হয়েছে। এমন অর্জন ধরে রাখতে হলে সম্মিলিতভাবে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। শুধু আইন দিয়ে দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা জোরদার করতে হবে। দেশের উন্নয়নের অগ্রযাত্রায় দুর্নীতি একটি বড় বাধা। আজকে যারা ছাত্র, আগামীতে তারাই দেশ পরিচালনা করবে। তাই ছাত্র জীবন থেকেই সততা চর্চা সহ দুর্নীতির বিরুদ্ধে ভুমিকা রেখে আদর্শ জীবন গড়তে হবে। যেখানেই নীতি বহির্ভুত কাজ সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধ গড়তে হবে। আলোচনা শেষে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, ছাতা, টিফিন বক্স,জ্যামিতি বক্স, পানির পট, খাতা ও স্কেল বিতরণ করা হয়। পরে বিদ্যালয়ের সততা স্টোর পরিদর্শন করেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ। এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী সহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET