
পঞ্চগড়ের আটোয়ারীতে মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র আয়োজনে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা নেট্জ বাংলাদেশের সহযোগিতায়, বিএমজেড এর অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র আয়োজনে প্রমোশন অফ সোস্যাল পার্টনারশীপ ফর ইম্পাওয়ারম্যান্ট অফ মারজিনালাইজড কমিউনিটি ইন ৬ ডিসট্রিক্ট এন্ড এট ন্যাশনাল লেভেল ইন বাংলাদেশ-প্রসপেক্ট প্রকল্পের কার্যক্রম হিসাবে ৬টি ইউনিয়নের নাগরিক সমাজ সংগঠন এবং উপজেলা আইসিটি দপ্তরের অংশ গ্রহনে স্বাস্থ্য বিধি মেনে মঙ্গলবার (২৫ মে) আটোয়ারী প্রকল্প কার্যালয়ে সংলাপ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আটোয়ারী উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সভাপতি মো: নাজিম কিবরিয়া ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংলাপ সভায় গুরুত্বপুর্ণ আলোচনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাঃ শহীদুল ইসলাম । মানব কল্যাণ পরিষদ-প্রসপেক্ট প্রকল্পের মাঠ সহায়ক প্রদীপ কুমার বর্মনের সঞ্চালনায় সংলাপ সভার উদ্দেশ্য এবং প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদ -প্রসপেক্ট প্রকল্পের এলাকা সমন্বয়কারী মঞ্জুরুল তারিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আটোয়ারী উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সহ-সভাপতি মোঃ হায়দার আলী। সংলাপ সভায় আইসিটি বিভাগের সেবা সম্পর্কে এনএসএস সদস্যগণের নিকট আপডেট তথ্য তুলে ধরেন, তারমধ্যে ফ্রিল্যান্সিং সম্পর্কে প্রশিক্ষণ, তথ্য অধিকার আইন, ভোক্তা অধিকার উল্লেখযোগ্য। এনএসএস সদস্য সালেহা খাতুন ও মোঃ জর্জিসুর রহমান তাদের অনুভুতিতে বলেন, সংলাপ সভায় অংশগ্রহন করতে পারায় অনেক তথ্য জানা হলো। তথ্যগুলো সঠিকভাবে নাগরিক সমাজ সংগঠনের মাসিক সভায় শেয়ার করবো।