
পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ মার্চ) বিকেলে আটোয়ারী থানা চত্বরে জাঁকজমকপুর্ণভাবে এই আনন্দ উদযাপন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন আটোয়ারী থানার ওসি মোঃ ইজার উদ্দীন। এসআই রাশেদুজ্জামানের সঞ্চালনায় ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তির উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা.মোঃ হুমায়ুন কবীর। আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের পঞ্চগড় জেলা সভাপতি কল্যাণ কুমার ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম প্রমুখ। অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন প্রচার এবং তার জীবনাদর্শের উপর তথ্যচিত্র প্রদর্শণ করা হয়।