
আলী হোসেন নামে ৬ বছরের একটি শিশু আশুলিয়া থানার কাঠগড়া গ্রামের পালন পাড়ার নিজ বাসা থেকে (২৩-২-২০২১) মঙ্গলবার বিকেল ৩ টায় খেলার উদ্দেশ্যে বের হয়ে সে আর বাসায় ফেরেনি। পরে অনেক খোঁজাখুঁজি করা সত্ত্বেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
হারিয়ে যাওয়া আলী হোসেনের পিতার নাম মোঃ শহিদ মোল্লা, মাতা মোছাঃ আনোয়ারা বেগম। এরা উভয়ই কাঠগড়ার পালন পাড়ার বাসিন্দা।
আলী হোসেনের মাতা আনোয়ারা বেগম বলেন, বিকেল তিনটায় খেলাধুলা করার জন্য বাসা থেকে বের হয়ে যায় আলী হোসেন এরপর আর বাসায় আসেনি। আমরা অনেক খোঁজাখুঁজি করেও আমার ছেলের কোন সন্ধান পাইনি। তার পরনে ছিল কাল বেগুনি ও সাদা রংয়ের গোল গলা গেঞ্জি, বেগুনি রঙের থ্রি কোয়ার্টার প্যান্ট, গায়ের রং ফর্সা, উচ্চতা চার ফুট। আলী হোসেন সামান্য তোতলা করে কথা বলে। কোন স্ব-হৃদয়বান ব্যক্তি যদি আমার ছেলে আলী হোসেনের সন্ধান পান তাহলে দয়াকরে আমাদের জানাবেন, অথবা এই নাম্বারে যোগাযোগ করবেন। আনোয়ারা বেগম মোবা: ০১৪০৪-৮০৭৭২৭, ০১৭৫৪-৫৭২৪৪১
এ বিষয়ে আলী হোসেনের মা আনোয়ারা বেগম আশুলিয়া থানায় একটি সাধারণ ডাইরি করেছে। সাধারণ ডাইরি নং- ১৬৪৬।
Please follow and like us: