২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




ঈদের ১০ নাটকে সুষ্মি রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুলাই ০২ ২০২২, ১৮:৩১ | 838 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মারুফ সরকার,বিনোদন প্রতিনিধি: চিত্রনায়িকা সুষ্মি রহমান। বর্তমানে তিনি চলচ্চিত্র অভিনয় থেকে দূরে থাকলেও গেল ঈদুল ফিতরে দীর্ঘ ৬ বছরের বিরতি শেষে ফিরেছেন ছোট পর্দার অভিনয়ে। তারই ধারাবাহিকতায় এবারের ঈদুল আযহায় এই অভিনেত্রীর ১০টি নাটক প্রচার হবে আসন্ন ঈদ অনুষ্ঠানমালায় বিভিন্ন চ্যানেল ও ইউটিউবে। বর্তমানে নাটকগুলোর শুটিং চলছে নেপালে।

এরই মধ্যে এই চলচ্চিত্র নায়িকা নির্মাতা দীপু হাজরা পরিচালিত ‘পান্না বাবুর্চি নেপালে’, ‘টাকা যখন বালিশের নিচে’, ‘দুলা মিয়া’ ও অঞ্জন আইচের ‘গৃহপালিত স্বামী’ নাটকগুলোর শুটিং শেষ করেছেন। এছাড়াও অঞ্জন আইচের ‘বউ পাগল বদরুল’ ও দীপু হাজরার ‘যদি থাকে কপালে’ নাটকের শুটিং শেষ করে আগামী ৪ জুলাই দেশে ফিরবেন তিনি। গত ২৬ জুন নাটকের শুটিংয়ের জন্য নেপাল গিয়েছেন সুষ্মি।

নতুন নাটকগুলো প্রসঙ্গে  সুষ্মি রহমান বলেন, ‘প্রতিটি নাটকের গল্প ও চরিত্রে ভিন্নতা আছে। ঘুরতে যাওয়া, হানিমুন, চাকরি করি এমন সব চরিত্রে দেখা যাবে আমায়। আগের করা চারটি নাটক এবং নতুন করে ছয়টি নাটকের কাজ করেছি নেপালে। সবমিলিয়ে এবার আমার দশটি নাটক প্রচার হবে। সবগুলো মজার নাটক। আশা করি, নাটকগুলো সবার ঈদ আনন্দ আরও দিগুণ করবে।’

২০১৮ সালে ‘আসমানি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষিক্ত হন সুস্মি রহমান। এরপর আর তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। এরপর লম্বা বিরতি নিয়ে সরকারি অনুদানে নির্মিত ‘দায়মুক্তি’ সিনেমায় অভিনয় করেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন কমল সরকার। বর্তমানে সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। চলতি বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET