কক্সবাজারে হোটেল কক্ষে হাত বাধা আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। মরদেহের পিটে, পেটে ও হাটুতে ৩ টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে , পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার আওয়ামী লীগ নেতার নাম সাইফউদ্দিন। তিনি কক্সবাজার পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক।
হোটেল কতৃপক্ষ জানিয়েছেন, গতকাল বিকেলে এক সঙ্গীসহ শহরের হলিডে মোড়স্থ আবাসিক হোটেল সানমুনের দ্বিতীয় তলার ২০৮ নং রুমে উঠেন। ওই সঙ্গী অথবা তার সাথে আরও কয়েকজন মিলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।
কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার জানিয়েছেন, হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে সন্দেহভাজনদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
হত্যাকাণ্ডের বিচার দাবী করে শহরে মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী সহ আওয়ামী লীগ নেতারা ঘটনাস্থলে অবস্থান করছেন। পৌর আওয়ামী লীগ নেতা সাইফউদ্দিন শহরের ৯ নং ওয়ার্ডের আবুল বশর কন্ট্রাক্টরের ছেলে।