
অবশেষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপে বাধমুক্ত হলো পানি প্রবাহের একটি ব্রীজ। এতে করে বাধামুক্ত হলো প্রায় দুই কিলোমিটারের একটি খালের পানি প্রবাহ। মঙ্গলবার (২ মার্চ) সকাল দশটায় স্কেবেটর দিয়ে ওই ব্রীজের মুখে নির্মিত বাধ ভেঙে দেয়া হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি -গোপালপুর ব্রীজের মুখে বাধ নির্মাণ করে স্থায়ী পুকুর খনন কাজ করেন একই গ্রামের শাহাদৎ হোসেন। ওই বাধের ফলে বর্ষাকালে প্রায় দুই কিলোমিটার একটি খালের পানি প্রবাহ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হতো। মঙ্গলবার সকালে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ও সহকারি কশিনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম ওই পথ দিয়ে যেতেই বিষয়টি তাদের নজরে পড়ে। এসময় ব্রীজের মুখে বাধ নির্মাণকাজে ব্যবহৃত স্কেবেটর চালককে তারা ধরে ফেলেন। পরে সেখানে আসেন জমির মালিক শাহাদৎ হোসেন। তিনি সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টারের নিকটাত্মীয়। এসময় খবর পেলে নুরুল ইসলাম মাস্টার ঘটনাস্থলে এসে ব্রীজের মুখের ওই বাধ অপসারণ কাজ শুরু করে দিলে স্কেবেটরের চালককে ছেড়ে দেয়া হয়।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, “ব্রীজের মুখে বাধ দিলে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হবে। আর পানির প্রবাহ বাধাগ্রস্ত হবে। তাই সেটি অপসারণ করার ব্যবস্থা করা হয়েছে।”
Please follow and like us: