কেশবপুরে আত্ম-বান্ধবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বে-সরকারি সংস্থা শেকড়ের সন্ধানের আয়োজনে সুশীল সমাজ গঠনে করনীয় ও আর্তমানবতার কল্যাণে আমাদের ভূমিকা শীর্ষক মুক্ত আলোচনা সভা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কেশবপুর শহরের প্যারামেডিকেল এন্ড টেকনোলোজি ফাউন্ডেশনের সভাকক্ষে গ্রন্থ ও ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, আবৃত্তি, সাহিত্য আলোচনা, ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেকড়ের সন্ধানের উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খানের সভাপতিত্বে ও শেকড়ের সন্ধানের প্রতিষ্ঠাতা সম্পাদক ও পরিচালক শেখ মিজানুর রহমান মায়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডক্টর সন্দীপন কুমার মল্লিক। বিশেস অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কৃষকনেতা খান এ রহমাত, কবি এম এ কাশেম অমিও, প্যারামেডিকেল এন্ড টেকনোলোজি ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে আজাদ ইকতিয়ার, লেখক আবুর আলী গোলদার, কবি ইব্রাহীম রেজা, কবি মুনছুর আজাদ, শিক্ষক আব্দুল কাদের ও কবি বলাই দেবনাথ।