
‘করোনাকালে নারী নেতত্ব-গড়বে নতুন সমহার বিশ্ব’ এই প্রতিপাদ্য সামনে রেখে গাইবান্ধায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২১ পালিত হয়েছে।
সোমবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আবদুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহরী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবির ও স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মোছা. রোখছানা বেগম। আলোচনার পূর্ববর্তী নারী দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তুলে ধরে বক্তব্য রাখেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক নার্গিস জাহান। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা গুহ সরকার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহমুদা বেগম পারুল, এসকেএস ফাউন্ডেশন সমতা প্রকল্প জেলা সমন্বয়কারী হাসিনা পারভীন, গাইবান্ধা সচেতন নাগরিক কমিটি সনাক সদস্য অঞ্জলী রাণী দেবী, জিইউকের প্রোগ্রাম ম্যানেজার জয়া প্রসাদ ও গণউন্নয়ন কেন্দ্র ইউডিপি’র স্বপ্ন প্রকল্পের কর্মী স্বপ্না বেগম প্রমুখ। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলকে গণউন্নয়ন কেন্দ্র ইউডিপির স্বপ্ন প্রকল্পের তৈরিকৃত কাপড়ের মাস্ক বিনামূল্যে প্রদান করেন।
উল্লেখ্য’ ১৯১১ সালে প্রথমবার ৮ মার্চকে নারী দিবস হিসেবে পালন করা হয়। ১৯১৪ সাল থেকে সমাজতান্ত্রিক দেশগুলোতে নারী দিবস উদযাপন হয়। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিবসটি উদযাপন শুরু করে। ১৯৭৭ সালে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সাধারণ পরিষদে অনুমোদিত হয়।