গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার, আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। পরে আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল- আলম হীরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগাঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফি ঝন্টু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবীর, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, বীর মুক্তিযোদ্ধা আলী আকবরসহ জেলা ও উপজেলা আ.লীগ নেতৃবৃন্দ।