গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক তাহমিনা আক্তারের (২৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বগুড়ার শেরপুর উপজেলার নয়াপাড়া গ্রামের আবু তাহেরের মেয়ে। বুধবার দুপুর ১২ টায় শ্রীপুর পৌরসভার দক্ষিন ভাংনাহাটি (বৈরাগীর চালা) গ্রামের ভাড়া বাড়ী থেকে তার লাশ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈমুল হক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
এসআই নাঈমুল হক জানান, সে তার সহকর্মীদের সাথে একসাথে সকাল ১০ টায় গ্রামের বাড়ীতে যাওয়ার কথা। তারা সকালে তাকে একাধিকবার ফোন দিলেও তাহমিনা রিসিভ করছে না। ফোন রিসিভ না করায় সহকর্মীরা পাশের বাড়ী থেকে তার ঘরে এসে দেখে দরজা বন্ধ। পরে বাড়ীর লোকদের সহায়তায় দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাহমিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে। তাহমিনা সকাল ৭ টার দিকে তার বাবার সাথে মুঠোফোনে কথা বলেছে। তবে কি কারনে সে আতœহত্যা করেছে তার নিশ্চিত হওয়া যায়নি। ধারনা করা হচ্ছে তার কাছে দু’টি মোবাইল থাকায় কারো সাথে ফোনে কথাবার্তায় রাগারাগি হয়ে থাকতে পারে। এর জেরে সে আতœহত্যা করে থাকতে পারে। তাহমিনা বৈরাগীর চালা গ্রামের আব্দুল মান্নানের বাড়ীতে ভাড়া থেকে স্থানীয় হ্যামস পোশাক কারখানায় অপারেটর পদে চাকুরী করতো।