
‘নারীর সমঅধিকার সমসুযোগ,এগিয়ে নিতে হোক বিনিয়োগ’-এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির গুইমারাতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
শুক্রবার(৮সার্চ)সাকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজানে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে,উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষধ মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: হাছিনা আক্তার,গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন,বিভাগীয় কর্মকর্তা,মুক্তিযোদ্ধা শাহ আলম,গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম প্রমুখ।