১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে পুরস্কার বিতরনী অনুষ্ঠান




গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে পুরস্কার বিতরনী অনুষ্ঠান

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০২৪, ১৯:৪২ | 624 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে” এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের জনগণের সেবায় নিয়োজিত রয়েছে এবং পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের মূলমন্ত্রকে বুকে ধারণ করে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে।

পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে গুইমারা রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গুইমারা এলাকার শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি অন্যান্য বিষয়ে উৎসাহ প্রদাণের জন্য গত নভেম্বর ২০২৪ মাসজুড়ে গুইমারা কলেজে বির্তক প্রতিযোগিতা ও ২৫ নভেম্বর ২০২৪ তারিখে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ে গুইমারা উপজেলার ৯টি স্কুল হতে আগত কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা ও শহীদ লেঃ মুসফিক বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ২৬ নভেম্বর ২০২৪ তারিখে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, বিএ-৫৪৯০ ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম ও রিজিয়ন কমান্ডার, গুইমারা রিজিয়ন। এছাড়াও সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার বিএ-৭২৩১ লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি জি এবং গুইমারা রিজিয়ন ও জোনের অন্যান্য অফিসার্সবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET