২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোলাপগঞ্জে রাস্তা নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন




গোলাপগঞ্জে রাস্তা নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৯ ২০২৫, ০২:৫৮ | 641 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জে রাস্তা নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার বাদেপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে উত্তর আলমপুরে এলাকার বিশিষ্ট মুরুব্বি আবুল হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, এলাকার বিশিষ্ট মুরুব্বি স্থানীয় ইউপি সদস্য রিয়াজ উদ্দিন গেদাই, প্রবীণ মাহতাব উদ্দিন, হাফিজ আফসার উদ্দিন, আব্দুস শুক্কুর, ইউনুস আলী, জয়নাল উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জয়নাল উদ্দিনের সাথে মৃত ফরমুজ আলীর পুত্র আছকর আলীর সাথে উত্তর আলমপুর এলাকার লম্বাহাটির রাস্তার যাতায়াত নিয়ে সমস্যা সৃষ্টি হয়। আমরা এলাকার ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য সহ ও সর্বস্থরের মুরুব্বিয়ানবৃন্দের উপস্থিতিতে জয়নাল উদ্দিনের বসতবাড়ির পূর্ব পাশে দিয়ে জয়নাল উদ্দিন গংদের খরচে নিজ মালিকানাধীন জায়গায় উপর দিয়ে একটি রাস্তা নির্মাণ করে দেওয়া হয়েছে। যা দিয়ে বাড়ির লোকজন চলাচল করছে। এতে উভয় পক্ষের জন্য খুবই সুবিধা হয়েছে। কিন্তু এলাকার ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও মুরুব্বিদের এ সিদ্ধান্ত মেনে নিতে নারাজ আছকর আলী গংরা। তাদের মধ্যে এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে।

তারা আরও বলেন, বিগত কয়েকদিন আগে বাদেপাশা ইউনিয়নে মানববন্ধন না করে ঢাকাদক্ষিণ ইউনিয়নের কোন এক স্থানে মানববন্ধন করে বিভ্রান্তমূলক কথাবার্তা সোস্যাল মিডিয়া সহ বিভিন্ন গনমাধ্যমে প্রচার করা হয়েছে। যা অত্যান্ত দু:খজনক। আমরা এর জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

এ বিষয়ে জয়নাল উদ্দিন ও তার পরিবারের লোকেরা বলেন, আমার বসত ঘরের সামনে উঠানের পাশে পুকুর। আমার পরিবারের লোকেরা গোসলসহ প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকে। যখন মহিলারা গোসল ও প্রয়োজনীয় কাজে পুকুরে যায় এসময় আছকর আলী গংদের ছেলেরা অশ্লীল কথাবার্তাসহ মোবাইল দিয়ে বিভিন্ন কূকর্ম করে থাকে। আবার কোন কোন সময় তারা দাঁড়িয়ে থাকে পুকুরঘাটে। এটা আমাদের নয় যে কোন সুস্থ মানুষের জন্যও লজ্জার ব্যপার। সবারই তো মা-বোন আছে। এজন্য আমরা তাদের যাতায়াতের জন্য বিকল্প রাস্তা আছে। এ নিয়ে আমিসহ আমার পারবারের লোদের প্রাণে মারার হুমকি দেয়। তাই আমরা ভয় পেয়ে মাননীয় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত সিলেটে একটি মামলা করি (মামলা নং-১১৬ /২০০২৪ ইঃ)।

এ বিষয়ে বিবাদী আছকর আলী প্রতিবেদককে মুঠোফোনে বলেন, আমরা পুরানো রাস্তা ব্যবহার করতে ইচ্ছুক। অন্য কোন বিকল্প রাস্তার প্রয়োজন নেই।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET