![](https://www.naya-alo.com/wp-content/uploads/2025/01/Golapgonj-pssc.jpg)
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বহী কমিটির সহসাংগঠনিক মিফতাহ সিদ্দিকী।
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি সাংবাদিক ও মানবাধিকার কর্মী, নিউজার্সি বিএনপির প্রধান উপদেষ্টা ও এবিসি চ্যানেলের চেয়ারম্যান আলাউর রহমান খন্দকার,বাংলাদেশ নেজামে ইসলামী পাটির সভাপতি এড. আব্দুর রকিব, যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেলের সিও মাহবুবুর রহমান,সিলেট জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক এড. মুজিবুর রহমান, যুগ্ন সম্পাদক রেজাউল করিম আলো, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাউন্সিলার নজরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ওজি মোহাম্মদ কায়সার, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আশফাক আহমেদ চৌধুরী, গোলাম কিবরিয়া,গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক এসএ রিপন, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিউর রহমান শামিম,লক্ষনাবন্দ ইউপি বিএনপি নেতা জমির উদ্দিন, আমুড়া ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার কুটি, ঢাকাদক্ষিন সরকারি কলেজের আহবায়ক সুমেল আহমদ, সুহেদুর রহমান সুহেদ প্রমুখ।