
বরিশালে গৌরনদী-আগৈলঝাড়া ওয়েল ফেয়ার ট্রাস্ট এর চেয়ারম্যান মোঃ খোকন মুন্সি ও লন্ডন প্রবাসী ব্যারিস্টার মোঃ মনির হোসেনের পিতা আলহাজ¦ নূর মোহাম্মদ মুন্সির দি¦তীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার (২৮ অক্টোবর) জুমআ’র নামাজ শেষে সুন্দরদী বিশ^ওলি খাজাবাবা ফরিদপুরী জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী-আগৈলঝাড়া ওয়েল ফেয়ার ট্রাস্ট এর চেয়ারম্যান মোঃ খোকন মুন্সি, জনপ্রিয় সংবাদমাধ্যম বরিশাল মেট্রোর নির্বাহী সম্পাদক মোল্লা ফারুক হাসান, বার্তা সম্পাদক আরিফিন রিয়াদ, মুসুল্লি লাল মিয়াসহ অন্যান্যরা।
মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশ^ওলি খাজাবাবা ফরিদপুরী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহিম।
শেষে মুসুল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।