আরিফিন রিয়াদ, (গৌরনদী) বরিশাল ॥ মোমবাতি প্রজ্জলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণ করেছেন বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-শিক্ষক সহ রাজনৈতিক দলের নেতারা। সোমবার সন্ধ্যায় উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গনে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করে ঘন্টাব্যাপী অবস্থান নেন তারা।
কর্মসূচীতে কলেজ শিক্ষক হুমায়ুন কবির, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সজল সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরআগে বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মৌণ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ছাত্র আন্দোলনের নেতা বিএম কলেজের শিক্ষার্থী কায়ুম হাওলাদার, মিতু আক্তার, মাহিলাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাইমুম কবির সহ অন্যান্য শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।