![](https://www.naya-alo.com/wp-content/uploads/2024/12/1.jpg)
৫২’র ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে বরিশালের গৌরনদীতে শীতার্ত দেড়শ’ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলার নীলখোলা আছিয়া চ্যারিটেবল ক্লিনিকে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, দৈনিক নয়া দিগন্ত’র গৌরনদী সংবাদদাতা আরিফিন রিয়াদ সহ অন্যান্যরা।