১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গৌরনদীতে সদ্য ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ




গৌরনদীতে সদ্য ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৩ ২০২৪, ২১:০২ | 773 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের কটকস্থল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে স্থানীয় একটি তেলের পাম্পে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বার্থী ইউনিয়ন বিএনপি নেতা আমিনুল হক শাহিন, শহিদুল হক (সাদী মিরা), কাইয়ুম খানসহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত ১৫ বছরে বিএনপিসহ অঙ্গসংগঠনের যেসব নেতারা রাজপথে ছিলেন, আহ্বায়ক কমিটিতে তাদের অনেককেই বাদ দেওয়া হয়েছে। এই কমিটিতে আওয়ামী লীগের দালালরাও রয়েছে বলে তারা উল্লেখ করেন। তাই বিক্ষোভকারীরা অবিলম্বে এই কমিটি বাতিল করে আরো বড় পরিসরে ত্যাগী ও সৎ নেতাদের অন্তর্ভুক্ত করার দাবি করে বরিশাল জেলা উত্তর বিএনপির সিনিয়র নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন।
এর আগে ১১ ডিসেম্বর মোঃ মিজানুর রহমান মিন্টুকে আহ্বায়ক এবং মোঃ চুন্নু সরদারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ১৫ জনকে যুগ্ম আহ্বায়ক করে বার্থী ইউনিয়ন বিএনপির ৪২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব ও সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান।
ঘোষিত কমিটির বিষয়ে গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব জানান, আপাতত একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে। হয়তো ত্যাগি কিছু নেতাকর্মী বাদ পরতেও পারে। পরবর্তীতে যখন পূর্নাঙ্গ কমিটি করা হবে তখন তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET