কুমিল্লার নাঙ্গলকোটের পানকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েতুন নাহারের অবসর গ্রহণ উপলক্ষে মঙ্গলবার সকালে রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন তাঁর সহকর্মী ও এলাকাবাসী। লাল গালিচা বিছিয়ে ও ফুলের মালা পরিয়ে এবং ফুল দিয়ে ঘোড়ার গাড়ি সাজিয়ে ওই গাড়িতে করে শিক্ষক হেদায়েতুন নাহারকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এসময় ওই স্কুলের শত-শত শিক্ষার্থী প্রিয় শিক্ষকের ঘোড়ার গাড়ির পেছনে-পেছনে কাঁদতে-কাঁদতে শিক্ষকের বাড়ি পর্যন্ত যান। পরে শিক্ষক হেদায়েতুন নাহার ঘোড়ার গাড়ি থেকে নেমে নিজ শিক্ষার্থীদের বুকে জড়িয়ে শান্তনা দিয়ে পুনঃরায় স্কুলে পাঠান।
পানকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক সভাপতি এ.কে.এম. আজিজুল হকের সভাপতিত্বে প্রধান শিক্ষক হেদায়েতুন নাহারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম।
স্কুল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল হোসেন সেলিমের সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউ.আর.সি ইন্সট্রাক্টর শাহাদাত হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হোসাইন আহম্মদ, মহিব উল্লাহ, আবদুল ওহাব প্রমূখ।
অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক হেদায়েতুন নাহার বলেন, বিদায় অনেক কষ্টের। তবে আমার কোমলমতি শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীদের এমন বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। বিদ্যালয়ের যে কোন প্রয়োজনে আমি পাশে থাকবো।