১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক




চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৩ ২০২৪, ০৩:০৩ | 659 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়ন পরিষদে থাকা হতদরিদ্রদের মাঝে বিতরণের ১২৫ বস্তা খাদ্য বান্ধব চাউল আত্মসাৎ করার উদ্দেশ্যে পাচার করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় সাংবাদিক ফাহিম সরকার ও তার সহকারী স্বাধীন ইসলাম খবর সংগ্রহের জন্য দিওড় ইউনিয়নের অর্ন্তগত শিয়ালা স্কুল মাঠে যান।
ঘটনাস্থলে থাকা একটি ট্রাকে (ঢাকা-মেট্রো-ড ১১-৮২৯২) চাউলের বস্তাগুলো দেখতে পেয়ে সাংবাদিক ফাহিম ও তার সহকারী চাউল বোঝাই ট্রাকটিকে আটকানোর চেষ্টা করে এবং ভিডিও করতে থাকে। এ সময় শিয়ালা গ্রামের মতিন, নূরন্নবী, সোহেল, মিজানুর, সাগর, সাইদুর রহমান সহ আরো অজ্ঞাত কয়েকজন মিলে বেআইনীভাবে দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে এবং ক্যামেরা ফোন কেড়ে নেয়। পরে হতদরিদ্রদের মাঝে বিতরণের খাদ্যবান্ধব ১২৫ বস্তা চাউল নিয়ে কৌশলে ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এমতাবস্থায় পরিস্থিতির বেগতিক দেখে সাংবাদিক ফাহিম উপজেলা নির্বাহী অফিসার এবং থানায় খবর দেয়। খবর পেয়ে প্রশাসন গিয়ে তাদেরকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চাউল পাচারের সাথে জড়িত ব্যক্তিবর্গরা সেখান থেকে পালিয়ে যান। পরবর্তীতে এ বিষয়ে সাংবাদিক ফাহিম বাদী হয়ে ঐ সকল ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য একটি অভিযোগ দায়ের করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET