
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে দীর্ঘদিনের ষড়যন্ত্রের প্রতিবাদ ও পরিচালনা কমিটির নির্বাচনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী ও প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ। রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় মোঃ জাফর পাটোয়ারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুহুল আমিন ভুঁইয়া, বেলাল হোসেন ভুঁইয়া, আরবের রহমান, অলিউল্লাহ পাটোয়ারী, আবদুল্লাহ আল হাসান, জাফর আহম্মদ, নয়ন মজুমদার, আগা রিপন চৌধুরী, আবদুল খালেক ফকির, আশা চৌধুরী, আবদুল মামুন মজুমদার, কাজী তৌহিদ, আবদুস সোবহান ভুঁইয়া, কবির হোসেনসহ এলাকাবাসী।
জানা গেছে, গত বছরের ৯ নভেম্বর-এ বিজয়করা স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ ছিল। প্রতিষ্ঠানকে জমি দাতাদের নাম রহস্যজনকভাবে দাতা তালিকা থেকে বাদ দেয়ায় সংক্ষুদ্ধ হয়ে জমিদাতাদের একজন কুমিল্লা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত নির্বাচন স্থগিতাদেশ ঘোষণা করায় নির্ধারিত তারিখে নির্বাচন হয়নি। এতে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ অভিভাবক প্রতিনিধি নির্বাচেন অংশগ্রহণকারীরাও হতাশ হয়ে পড়ে। রোববার অনুষ্ঠিত মানববন্ধনে পরিচালনা কমিটির নির্বাচন দ্রুত অনুষ্ঠানের লক্ষ্যে এবং অনতিবিলম্বে মামলাটি নিস্পত্তির ব্যবস্থা গ্রহণ করার আহবান জানানো হয়। প্রতিবাদ সভা ও মানব বন্ধন শেষে সংশ্লিষ্ট সকলকে স্মারকলিপি প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।