
কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা বাজারের তারাশাইল রোডে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভুমি জাকিয়া সারওয়ার লিমার নেতৃত্বে উচ্ছেদ অভিযানে সহায়তা করে সেনাবাহিনী ও পুলিশের পৃথক টিম। অভিযানে সরকারি ১নং খাস খতিয়ানের রাস্তা শ্রেণীর জায়গা উদ্ধার করা হয়।
জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে মহাসড়ক সংলগ্ন বাতিসা বাজারের তারাশাইল রোডে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি সরকারি চলাচলের রাস্তা দখল করে দোকানপাট বসিয়ে ব্যবসা করে আসছিল। এতে ওই সড়কে দুইটি গাড়ি একসাথে ক্রসিং ও মানুষ চলাচলে ভোগান্তি পোহাতে হতো। জেলা প্রশাসন থেকে বারবার ১নং খাস খতিয়ানের রাস্তার শ্রেণীর জায়গায় অবস্থিত অবৈধ স্থাপনা সরাতে লিখিত ও মৌখিক নোটিশ দেয়া হয়। কিন্তু ওই জায়গায় অবৈধভাবে থাকা ৩টি দোকান মালিক ও ভাড়াটিয়ারা সরে যাওয়ার বিষয়টি কর্ণপাত করেনি। সর্বশেষ জেলা প্রশাসনের নির্দেশক্রমে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভুমি জাকিয়া সারওয়ার লিমা বুধবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে এটি ‘সরকারি জায়গা’ এমন একটি সাইন বোর্ড টাঙানো হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় ওই সড়কে চলাচলকারী সর্বশ্রেণীর মানুষ উপজেলা প্রশাসনকে অভিনন্দন জানিয়ে উপজেলার অন্যান্য বাজারেও অভিযানের দাবি জানান।
উপজেলা সহকারী কমিশনার ভুমি জাকিয়া সারওয়ার লিমা বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা বাজারে উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি ১নং খাস খতিয়ানের রাস্তা শ্রেণীর জায়গা উদ্ধার করা হয়। উচ্ছেদকৃত জায়গা আবার কেউ দখল করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান অব্যাহত থাকবে’।