১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে ‘অস্বাস্থ্যকর’ ফুচকা খেয়ে ৬ স্কুল শিক্ষার্থী অসুস্থ




চৌদ্দগ্রামে ‘অস্বাস্থ্যকর’ ফুচকা খেয়ে ৬ স্কুল শিক্ষার্থী অসুস্থ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৭ ২০২৪, ১২:৫৭ | 709 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে অস্বাস্থ্যকর ফুচকা খেয়ে ৬ স্কুল শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি জিসি উচ্চ বিদ্যালয়ে। আহত সবাই ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তথ্যটি নিশ্চিত করেছেন সলাকান্দি জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন।

বিদ্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুপুরে টিফিনের ছুটি চলাকালীন সময়ে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি গোলক চন্দ্র (জিসি) উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির কয়েকজন ছাত্রী স্কুলের পাশের আব্দুস সোবহানের দোকান থেকে ফুচকা কিনে খায়। কিছুক্ষণ পরেই ফুচকা খাওয়া ছাত্রীদের ছয়জন বমি করাসহ ভিষণ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থরা হওয়া ছাত্রীরা হলো; কামরুন্নাহার, লুৎফুন্নাহার সাথী, ঝুমুর, মরিয়ম, আনিশা ও মারিয়া। তারা সকলেই বিদ্যালয়ের আশেপাশের গ্রামের বাসিন্দা। পরে স্থানীয়দের সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষকগণ অসুস্থ ছাত্রীদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে কিছুটা সুস্থতা অনুভব করলে অভিভাবকরা এসে তাদেরকে বাড়িতে নিয়ে যায়।

এদিকে ফুচকা খেয়ে অসুস্থ হওয়ার খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি নিয়ে শিক্ষা সংশ্লিষ্টরাসহ সচেতন মহল বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ ব্যাপারে ফুচকা দোকানদার আব্দুস সোবহানকে মুঠোফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কলটি কেটে দেওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন বলেন, ‘দুপুরে টিফিন আওয়ারে বিদ্যালয়ের নবম শ্রেণির কয়েকজন ছাত্রী পাশ^বর্তী একটি দোকান থেকে ফুচকা খায়। পরে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়েছে। বিষয়টি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সহ কমিটির অন্যান্যদের অবহিত করা হয়েছে’।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনির হোসেন বলেন, ‘ফুড পয়জনিংয়ের কারণে ৬ ছাত্রী অসুস্থ্য হয়েছে। খবর পাওয়ার সাথে সাথে তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে। বিদ্যালয় আঙিনায় যাতে কেউ অস্বাস্থ্যকর খবর বিক্রি করতে না পারে সেজন্য ব্যবস্থা নেয়া হবে’।

ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন জানান, ‘বিষয়টি সম্পর্কে কেউ আমাকে অবহিত করেনি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।’

চৌদ্দগ্রাম মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন বলেন, ‘ এই মাত্র বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির সাথে কথা বলে এ ব্যাপারে ব্যবস্থা নেও

য়া হবে’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET