খেলায় শক্তি খেলায় বল, মাদক ছেড়ে খেলতে চল এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের আশফালিয়া সমাজ কল্যাণ সংসদের ২৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে লংপিচ ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষ্যে আয়োজিত লংপিচ ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন করেন আলকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈন উদ্দিন ভূঁইয়া। আশফালিয়া সমাজ কল্যাণ সংসদের সভাপতি ও ৪নং ওয়ার্ডের মেম্বার মির্জা আলী হোসেনের সভাপতিত্বে ও ফখরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, ৫নং ওয়ার্ডের মেম্বার জিয়া উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক সালা উদ্দিন মির্জা। এসময় অন্যোন্যর মধ্যে উপস্থিত ছিলেন আলকরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কাজী মাহাবুব শাহেদ, সাধারণ সম্পাদক সোহাগ ভূঁইয়া, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মমিন, ইউপি মেম্বার মজিবুল হক, সাইমুল ইসলাম চৌধুরী সাকিম, আব্দুল আউয়াল সোহেল, শামীম তৈমুর মাইকেল, ৪,৫,৬ সংরক্ষিত মহিলা মেম্বার আছমা বেগম রিনা, ৪নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আল আমিন, অনুষ্ঠানে কোরআন তেলোওয়াত করেন হাফেজ আরিফুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলায় ফেনী টিচার টাইগার একাদশকে হারিয়ে পশ্চিম ডেকরা সমাজ কল্যাণ পরিষদ বিজয় হয়।