
কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মুন্সিহাট ইউনিয়নের ফেলনা গ্রাম ইউনিট জামায়াতের উদ্যোগে আয়োজিত প্রস্তুতির সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন। ফেলনা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হাফেজ বদিউল আলমের সভাপতিত্বে ও দেড়কোটা কেন্দ্র কমিটির পরিচালক আব্দুল মান্নানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী শাখাওয়াত হোসেন শামীম, দেলোয়ার হোসেন, এডভোকেট দেলোয়ার হোসেন মজুমদার, ইসরাফিল মোল্লা, আবদুল জলিল, জহির উদ্দিন মোল্লা বাবর, এডভোকেট সাইফ উদ্দিন মজুমদার, উপজেলা শিবির সভাপতি মোজাম্মেল হক, হাফেজ নজির আহমেদ মজুমদার, ডা: জাহাঙ্গীর হোসেন, মাস্টার অহিদুর রহমান। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মর্তুজা ও বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন ইমাম হোসাইন। এ সময় ফেলনা গ্রামের জামায়াতের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।