কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর আল মদিনা নুরানী হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে প্রতাপপুর ইসলামিয়া সিনিয়র মাদরাসার প্রভাষক ও রামচন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ছানা উল্যাহ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রামচন্দ্রপুর আল মদিনা নুরানী হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ ফরিদ উদ্দিন। মাদ্রাসার শিক্ষক মোঃ ইলিয়াছের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা গণবিদ্যাপিঠ কারিগরি ও বাণিজ্যিক কলেজের প্রভাষক মোঃ আবুল কালাম, রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার মোঃ আবদুল ওয়াদুদ, সমাজসেবক মোঃ আবদুল জলিল মেম্বার, মাদ্রাসার সভাপতি এ.কে.এম শহীদুল আলম, কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আবদুল কাদের, প্রবাসী কল্যাণ সংস্থার সদস্য মোঃ ইদ্রিসুর রহমান সবুজ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতাপপুর ইসলামিয়া সিনিয়র মাদরাসার (অবঃ) শিক্ষক মাওঃ মোঃ আবদুল বারী, রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল, প্রচার সম্পাদক নাজমুল হাসান মাসুদ, কুমিল্লা নবজাতক স্পেশালাইজড হসপিটালের পরিচালক আজলান বিন আক্কাস, বাঙালমুড়ী যুব ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ওমর ফারুক রাফী, ব্যবসায়ী মোঃ হিরণ মিয়া, রামচন্দ্রপুর আল মদিনা নুরানী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মাওঃ জাহিদুল ইসলাম, মাওঃ আবদুর রহমান, মোঃ ইলিয়াছ, মাওঃ জাকারিয়া আহমদ সহ আগত অতিথিবৃন্দ। এতে মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষার্থী-অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাদ্রাসার বার্ষিক ফলাফলের ভিত্তিতে মেধাস্থান অধিকারী, শান্তনা, নিয়মিত উপস্থিতি বিভিন্ন ক্যাটাগরিতে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।