কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের সাথে কুশল বিনিময় করলেন জাতীয় পাটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী মো: নাহিদ। বৃহস্পতিবার উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিয়জকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলকর ইউনিয়নের পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু-কিশোরদের সাথে কুশল বিনিময় করেন। তিনি শিশুদের মাঝে আমেরিকা থেকে নিয়ে আসা চকলেট কপি কেন্ডি বিতরণ করেন। শিশু-কিশোরদের উদ্দেশ্য তিনি বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সম্মান ও আদব করবে। মা-বাবার কথা মেনে চলবে। প্রতিদিন ক্লাসের পড়া ক্লাসে শেষ করবে, বাড়ির কাজ করে নিয়ে আসবে। বড়দেরও সম্মান করবে ও বড়রাও তোদের আদর স্নেহ করবে। খেলা-দোলায় নিজেকে মনোনিবাস করবে। এ কয়েকটি উপদেশ যদি তোমরা মেনে চলতে পারো, তাহলেই আগামীতে নিজেকে সু-নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। এদিকে কাজী নাহিদের ছেলে আমেরিকা আটল্যান্টা অঞ্চলের ওয়ালটন স্কুলের মেধাবী ছাত্র কাজী সাফি তার অভিজ্ঞতা শিশু-কিশোরদের মাঝে শেয়ার করেন।। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়পাটির সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশা, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক কাজী মোঃ শহিদ, আলকরা ইউনিয়ন জাতীয়পাটির আহবায়ক জহিরুল ইসলাম জহির , জাতীয়পাটির নেতা আজিজ আহমেদ, আলকরা ইউনিয়ন ওলামাপাটির সভাপতি সাইফুল ইসলাম, যুবনেতা কাজী মোস্তাফিজুল ইসলাম, চিওড়া ইউনিয়ন যুব সংহতির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল, সাবেক ছাত্রনেতা ইলিয়াছ উদ্দিন নঈম, ছাত্রনেতা কাজী ফাহিম, মোঃ হাসান, মোতালেব হোসেন, আজগর আলী, আজিজ উদ্দিন, ছাত্রসমাজের নেতা মিজানুর রহমান, আজিজুর রহমান, আলাউদ্দিন সবুজ, কাজী মোতাহের হোসেন, মোঃ সবুজ, ইউসুফ আলী, রাজন মজুমদার, মজিবুর রহমান, সোহরাব হোসেন প্রমুখ।
Please follow and like us: