
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির ওয়ার্ড ও গ্রাম কমিটি গঠনের লক্ষে নেতাকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৮ অক্টোবর) বাদ মাগরিব উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশীদ মজুমদার। পৌর বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির ১নং সদস্য কাজী মহব্বত, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা কমিশনার, আকতার হোসেন, গাজী শহীদ, দুলাল পাটোয়ারী, মাইনুল আহসান মাসুদ, মীর মোশাররফ হোসেন বাবর, অলি আহমেদ রাজু, রাশেদ ইকবাল, জসিম উদ্দিন মুন্সী, বাবলু মুন্সী, নাসির উদ্দিন, ইলিয়াছ পাটোয়ারী, ডাঃ শাহ আলম, আবদুল মমিন ব্যাপারী, ইলিয়াছ ব্যাপারী। সভায় বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। মতবিনিময় সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার পক্ষে ব্যাপক জনমত তৈরির লক্ষ্যে ওয়ার্ড ও গ্রাম কমিটি গঠনে সম্মেলনের দিনক্ষণ ঠিক করা হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ।