
ধর্ষক, দুর্নীতিবাজ, লুটেরা, গুন্ডাদের রাজনৈতিক প্রশাসনিক পৃষ্ঠপোষকদের শুদ্ধি অভিযান চালুর দাবিতে জাতিয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ছাগলনাইয়া উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন আয়োজন করা হয়। বুধবার (৭ অক্টোবর) বিকেলে ছাগলনাইয়া পৌর শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে শূন্যরেখায় মানববন্ধনে অংশগ্রহণ করে জাসদ নেতৃবৃন্দ। মানববন্ধনে পৌর জাসদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন’র সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, ছাগলনাইয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ, জেলা জাসদের সহ সভাপতি নুরুল আমিন চৌধুরী।

এসময় উপজেলা জাসদের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সহ সভাপতি মাহমুদা আক্তার, ছালেহা মেম্বার, যুগ্ন সাধারণ সম্পাদক ছলিম উল্যাহ ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ রিপন, অর্থ সম্পাদক আজিমুল হক, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন ভূঁঞা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবুল বশরসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: