১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় পরিবেশ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : নভেম্বর ০২ ২০১৯, ২০:১৬ | 1049 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

জরুল ইসলাম চৌধুরীঃ

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং গ্রীন ভয়েস ফেনী জেলার যৌথ  আয়োজনে ছাগলনাইয়ায় পরিবেশ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২ নভেম্বর) দুপুরে ছাগলনাইয়া উপজেলা হল রুম মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ আহমদ কামরুজ্জামান মজুমদার’র সঞ্চালনায় ও প্রফেসর ডঃ গুলশানারা লতিফা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের, ছাগলনাইয়া জমদ্দার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু আহমেদ মজুমদার, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শেখ কামাল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাগলনাইয়া উপজেলা পরিষদের  উপজেলা চেয়ারম্যানস সোহেল চৌধুরী বলেন, উপজেলার মানোন্নয়নের জন্য পরিবেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি মহাপরিকল্পনা প্রনয়ণ করা হচ্ছে এছাড়া উপজেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসনের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। অধ্যাপক ডঃ কামরুজ্জামান মজুমদার অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভার উদ্দেশ্য সম্পর্কে বলেন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ তাদের শিক্ষা শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না রেখে ছাত্রছাত্রীকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সমসাময়িক পরিবেশ বিষয়ক বিষয়াবলী নিয়ে বিভিন্ন গবেষণা কার্য এবং শিক্ষা সফরের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় শনিবার ছাগলনাইয়াতে একটি গবেষণা চালনা করার জন্য পরিবেশ বিজ্ঞান বিভাগের ৭০ জন ছাত্র-ছাত্রী নিয়ে একটি শিক্ষা সফর ও গবেষণা কাজের পরিচালনা করা হয়।  গবেষণা টিমে চারজন অধ্যাপক সহ ১১ জন বিদেশী ছাত্রছাত্রী ও ফেনী জেলার গ্রীন ভয়েসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET