ছাগলনাইয়া গণপাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান ও সাবেক কোষাধ্যক্ষ লে. (অব.) নেপাল চন্দ্র নাথ বিটিএফও এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে গণপাঠাগারের উদ্যোগে এক স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় গণপাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় গণপাঠারের সভাপতি ডাঃ এ.কে. ফজলুল হকে’র সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আর.কে শামীম পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার। এসময় স্মৃতি চারণ করেন, গণপাঠাগারের সহ-সভাপতি আবদুস সালাম সরকার, সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম আজাদ, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকির হোসেন, সাংবাদিক মুহাম্মদ শেখ কামাল, আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি মনির আহাম্মদ মজুমদার, প্রণব নাথ । এসময় উপস্থিত ছিলেন, গণপাঠাগারের কোষাধ্যক্ষ জুলফিকার হায়দার চৌধুরী বেলাল, সাহিত্য সম্পাদক কামাল হোসেন ভুইয়া, আজীবন সদস্য নিজাম উদ্দিন মজুমদার, নুর হোসেন মজুমদার, জাহেদ হোসেন সুমন প্রমুখ।