আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের পক্ষে অগ্রসেনা বাহিনী হিসেবে মাঠে কাজ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এমন দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিরাজগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, দেশে আজ গণতন্ত্রের কণ্ঠ রুদ্ধ, ভোটাধিকার হরণ হয়েছে। এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামীর জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে যুবদল মাঠে থাকবে জনগণের পাশে, ভোটকেন্দ্রের পাহারাদার হয়ে।
তিনি আরও বলেন, যুব সমাজই জাতির প্রাণশক্তি। যুবদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রযোদ্ধা বাহিনী। আমরা সিরাজগঞ্জ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের আহ্বানে সাড়া দিয়ে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করছি।
অনুষ্ঠানটি শহর যুবদলের সভাপতি মোঃ সজিব খান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল-আমিন পরামাণিক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এস এম আল-আমিন।
সভায় জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের সভাপতি-সম্পাদকসহ পৌর, ওয়ার্ড ও ইউনিয়ন শাখার শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তারা বলেন, আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে সিরাজগঞ্জ জেলাজুড়ে ব্যাপক কর্মসূচি নেওয়া হবে।
সভা শেষে উপস্থিত নেতারা ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের আলোচনা সভা, দোয়া মাহফিল কর্মসূচি গ্রহণ করেন।
সভা শেষে যুবদল নেতারা ঐক্যবদ্ধ কণ্ঠে বলেন, যুবদলই হবে বিএনপির রক্তস্রোত, গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রসেনা। দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও ফিরে পাবে জনগণের সরকার।










