
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যামেপইন উপলক্ষে বুধবার গাইবান্ধা সিভিল সার্জনের উদ্যোগে সিভিল সার্জন সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে একদিনের ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা: আ.ম. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এমওসিএস ডা. হাফিজুর রহমান, সিনিয়র শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক ও সাধারণ সম্পাদক আবু জাফর সাবু প্রমুখ।
আগামী ৫ জুন সকাল ৮টা থেকে ১৯ জুন পর্যন্ত সারাদেশের ন্যায় গাইবান্ধাতেও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য সদর উপজেলার ১১৩টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়স পর্যনন্ত ৫ হাজার শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ৪৫ হাজার শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।
উল্লেখ্য; ভিটামিন এ অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।