সিরাজগঞ্জের নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুনর রশিদকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কাজিপুর উপজেলা শাখা।
মঙ্গলবার ১৯ মার্চ বিকাল ৪ টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের হলরুমে এই ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানটি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কাজিপুর উপজেলা শাখার সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এর আগে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষকদের নির্দেশনা প্রদান করেন সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুনর রশিদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কাজিপুর উপজেলা শাখার সহ-সভাপতি এস এম মোস্তফা কামাল রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সদস্য শফিকুল ইসলাম জিন্নাহ সহ অন্যান্য প্রধান শিক্ষক নেতৃবৃন্দ।