শনিবার ২৮ ডিসেম্বর বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান জামান দির্ঘদিন পর যুক্তরাষ্ট্র থেকে তার নিজ এলাকা দিনাজপুরের ফুলবাড়ীতে সফরে আসলে তাকে বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার বিকেলে ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠে তাকে এই সংবর্ধনা দেয়া হয়।
মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মওঃ নবীউল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য সাবেক সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোকাররম হোসেন, খালেকুজ্জামান বাবু, মাহবুবুর আহম্মেদ, জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল। আমন্ত্রিত অথিতি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি।
ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান বলেন আইন অনুযায়ী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ও প্রথম রাষ্ট্রপতি।, তিনি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বর্ননা করে বলেন ২৬ মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা করেন, এরপর ১৭ এপ্রিল প্রবাসী সরকার গঠন হয়, ২৬ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত কোন সরকার ছিলনা, আইন অনুযায়ী ২৬ মার্চ থেকে ১৭ এপ্রিল স্বাধীনতার ঘোষককে রাষ্ট্রপতি বিবেচনা করা হয়, সেই আইন অনুযায়ী স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তিনি বলেন ইতিহাসের এই ঘটনাগুলি জাতীর সামনে নিয়ে আসতে হলে শিক্ষিত নেতা তৈরী করতে হবে।
ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান নেতা-কর্মিদের উদ্দেশ্যে বলেন আগামী নির্বাচন নিয়ে গভির ষড়যন্ত্র শুরু হয়েছে, আগামী নির্বাচন হবে সকল দলের অংশগ্রহনে একটি প্রতিযোগীতা মুলক নির্বাচন এ কারনে সমাজের গ্রহনযোগ্য জনপ্রিয় নেতাদের দলের সামনে আনতে হবে ও মানুষের ভালবাসা অর্জন করতে হবে। এ জন্য তিনি নিজেদের প্রতিযোগীতা ও অতিতের ভেদাভেদ ভুলে গিয়ে দলকে শক্তিশালি করার আহবান জানান।