খুলনার ডুমুরিয়ায় শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানব বন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পালিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে বুধবার বেলা ১১টায় ডুমুরিয়া বাজার বাসস্ট্যান্ড চত্ত্বরে এ মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক গোবিন্দ ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা আক্তার রুমা, ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, গোপাল চন্দ্র দে, গাজী তোহিদ আহম্মেদ, শেখ দেদারুল হোসেন দেদার, জহুরুল হক, অধ্যক্ষ সমরেশ মন্ডল, বিমল কৃষ্ণ সানা, তুহিনুল ইসলাম তুহিন, শেখ রফিকুল ইসলাম হেলাল, ১৪টি ইউনিয়নের সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশগন উপস্থিত ছিলেন।
Please follow and like us: