ডুমুরিয়ায় বে-সরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা সেশন ও কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অধিকার এখানে, এখনই প্রকল্পের আওতায় আয়োজিত সভায় অতিথী হিসাবে উপস্থিত ছিলেন খুলনা পরিবার পরিকল্পনা অধিদপ্তর সহকারী পরিচালক রাশেদুল বশির খান ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সামছুজ্জামান। ইয়ুথ লিডার সুমিত্রা রানীর সভাপতিত্বে এবং ফয়সাল মোড়লের সঞ্চালনায় বক্তৃতা করেন তিথী রানী সরকার, তাসনিমা ইকবাল, মোঃ জিল্লুর রহমান, প্রধান শিক্ষক এস.এম সিরাজুল ইসলাম,শংকর মন্ডল , জেলা ইয়ুথ মবিলাইজার শিখা রানী, ইমরান, শুভ, বিপুল রায় প্রমূখ। বক্তারা কৈশোর-বান্ধব স্বাস্থ্য সেবা ও স্কুলে স্বাস্থ্য শিক্ষা সেশন বাস্তবায়নে চ্যালেঞ্জ চিহ্নিতকরন ও সমাধানে কৌশল নির্ধারণের মাধ্যমে পারস্পরিক অংশিদারিত্ব তৈরি এবং কৈশোর-বান্ধব স্বাস্থ্য সেবা ও স্কুলে স্বাস্থ্য শিক্ষা সেশন বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্যে তুলে ধরেন। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিদর্শক, সহকারী ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইয়ুথগণ উপস্থিতি ছিলেন।
Please follow and like us: