খুলনার ডুমুরিয়ায় প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন প্রকল্পে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সম্পর্কিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের পর্যালোচনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খ্রিশ্চিয়ান এইড বাংলাদেশের সহযোগিতায় মঙ্গলবার বেলা ১১টায় চুকনগর দলিত হাসপাতালে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলিতের হেড অফ ফাইন্যান্স এন্ড এডমিন শিব প্রসাদ দাস। প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ নুর উন নবী। বিশেষ অতিথি ছিলেন পূর্বালী ব্যাংকের ম্যানেজার মোঃ আসাদুজ্জামান ও অন স্টাফ সলুসান ফ্রি ল্যান্সিং এজেন্সির ফাউন্ডার এন্ড সিইও এস এম রিফাত আহম্মেদ রিজভী। স্বাগত ও সমাপনী বক্তব্য দেন দলিতের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস। কর্মসূচীর উদ্দেশ্য বর্ণনা করেন হেড অব প্রোগ্রাম ইনচার্জ উত্তম দাস।
Please follow and like us: