২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ার বেতাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন  ব্যাপক ক্ষতি, সাংসদের ঘটনাস্থল পরিদর্শন। 




ডুমুরিয়ার বেতাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন  ব্যাপক ক্ষতি, সাংসদের ঘটনাস্থল পরিদর্শন। 

গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর.খুলনা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৮ ২০২৩, ১৯:১৭ | 691 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ার বেতাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন লেগে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। পুড়ে ছাঁই হয়ে গেছে ২টি ল্যাপটপ, প্রজেক্টর, প্রিণ্টার, চেয়ার, টেবিল, আলমারী, ফাইল ও খাতাপত্র সহ অনেক কিছু। এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডুমুরিয়া থানায় একটি সাধারন ডাইরি করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিতা দাস জানায়, প্রতিদিনের মত রোববার বিকাল ৪টার দিকে বিদ্যালয় ছুটি দিয়ে সব শিক্ষকরা বাড়ি চলে যান। সোমবার ভোর ৫টার দিকে প্রথমে বিদ্যালয়ের নৈশ প্রহরী আঃ আহাদের নিকট থেকে মুঠো ফোনে বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন লাগার সংবাদ পাই। সাথে সাথে ডুমুরিয়া ফায়ার ষ্টেশনকে অবহিত করলে তারা সংক্ষিপ্ত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন। কিন্তু ততক্ষনে ২টি ল্যাপটপ, প্রজেক্টর, প্রিণ্টার, চেয়ার, টেবিল, আলমারী, ফাইল, (২০১০-২০১৯) সালের শিক্ষা সমাপনী পরিক্ষার সনদপত্র ও খাতাপত্র সহ অনেক মুল্যবান আসবাব পত্র পুড়ে ছাঁই হয়ে গেছে। এব্যাপারে ডুমুরিয়া থানায় একটি সাধারন ডাইরি করা হয়েছে, যার নং-১৫৫০, তারিখ-২৮/০৮/২০২৩। এদিকে আগুন লাগার খবর পেয়ে খুলনা-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম সহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকান্ডের কারন সম্পর্কে জানতে চাইলে উপজেলা সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET