
ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আলী মুনসুরের ৩য় মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। ২০১৯ সালের ১৬ জানুয়ারী সকালে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।এরপর থেকে উপজেলা বিএনপি মরহুমের মাগফিরাত কামনায় যথাযথ মর্যাদায় পালন করে আসছে দিবসটি।গতকাল রবিবার উপজেলা বিএনপির উদ্যোগে এ উপলক্ষে কবর জিয়ারত,দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।পুরাতন সাব-রেজিষ্ট্রি জামে মসজিদে দোয়া মাহফিল শেষে উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যদেন যুগ্ম-আহবায়ক শেখ সরোয়ার হোসেন, মাস্টার আমিরুল ইসলাম, মোল্যা কবির হোসেন, শেখ শাহিনুর রহমান, অরুন কুমার গোলদার, হাবিবুর রহমান হোবি, মশিউর রহমার লিটন, আমিনুর রহমান, মোল্যা মশিউর রহমান, মাহাবুর শেখ,শাহানুর রহমান,খান শফিকুল ইসলাম,সরদার দৌলত হোসেন,সায়েদুজ্জামান বাবু,গাজী মোনায়েম,আজমল হুদা মিঠু,জিয়াউর রহমান জীবন,মাষ্টার আয়ুব আহমেদ,জিএম রফিকুল,নুর ইসলাম, শফিকুল জোয়ার্দার,ফজলুল মোড়ল,আব্দুল মালেক,জাহাতাপ গাজী,এ্যাড,মশিউর রহমান,মাহাবুর রহমান পিকুল, হাফেজ মতিয়ার রহমান,রিপন হালদার,সৈকত মোল্যা,বিল্লাল হোসেন,শেখ আঃ রশিদ,হালিম বাগাতি প্রমুখ।অপর দিকে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে ট্রলারঘাট আল-মদিনা জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালীম,বিএনপি নেতা শেখ মতিয়ার রহমান বাচ্চু,শেখ দিদারুল হোসেন দিদার,শেখ হাফিজুর রহমান,সরদার আব্দুল মালেক,খান ইসমাইল হোসেন,শেখ ফরহাদ হোসেন,আব্দুর রব আকুঞ্জি,হেমায়েত রশিদ খান,শেখ শাহিনুর রহমান, আসাদুজ্জামান মিন্ট,আবুল কাশেম মোল্যা,হুমায়ুন শেখ,শহীদ খান,রাজ্জাক সরদার,আবু জাফর খান,শহিদুল ইসলাম,মুরাদুজ্জামান সবুজ,মুনসুর শেখ,বাবলু শেখ,হালিম বাগাতি,আলামিন সরদার,মনিরুজ্জামান সোহাগ, আব্দুল্লাহ শেখ,সাকিব হাসান প্রমূখ।
Please follow and like us: