ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনস্থ হোটেল সাংগ্রী-লা ইন্ এ এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপিত হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট আবুল হাশেম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – আবু সায়েম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার, সিনিয়র সহ-সভাপতি খন্দকার আবুল বশর বাবুল, তোফাজ্জল হোসেন তোতন, ইসমাঈল মজুমদার, আমিনুল ইসলাম শামীম ও আবুল খায়ের তালুকদার এছাড়া আরো বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রাজ্জাক সহ-সাংগঠনিক সম্পাদক শহিনুর রহমান শাহিন এবং সমাজ কল্যান সম্পাদক মোস্তফা কামাল মিশু প্রমুখ।
এসময় বক্তারা বলেন ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতি ঢাকায় বসবাসরত ঢালুয়া ইউনিয়নের মানুষদের সুখ-দুঃখ ও আনন্দ ভাগাভাগি করে নেয়ার সেতুবন্ধন হিসেবে কাজ করছে।