সিরাজগঞ্জের তাড়াশের পৌর সদরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আনারস প্রতিকের ভোটার ও সমর্থকরা একটি বিশাল মিছিল বের করেন। মিছিলটি পৌর সদর এলাকার বাজার ও বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। আর ওই মিছিলের নেতৃত্ব দেন মোঃ কিসমত হোসেন দুলু, আওয়ামীলীগ নেতা রাজ্জাক বিএসসি, সাবেক সেনা সদস্য আতাউর রহমান সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম বকুল, স্বপন বৈরাগী ও আব্দুল বারিক। এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক সঞ্জিত কর্মকার আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। এ উপলক্ষে বুধবার (১৫ মে) বিকেলে আনারস প্রতীকের পক্ষে স্থানীয় ভোটার ও সমর্থকরা ঐক্যবদ্ধ হয়ে তাড়াশ পৌর সদরে এক বিশাল মিছিল বের করেন। মিছিল শেষে কিসমত হোসেন দুলু বলেন, সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন আনারস প্রতীকের সঞ্জিত কর্মকারের পক্ষে। ইতোমধ্যেই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রচার-প্রচারণায় অংশ নিয়ে একের পর এক করে চলেছেন উঠোন বৈঠক, মিছিল-সমাবেশ। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তিনি আরো বলেন, এবারে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন সঞ্জিত কর্মকার। নির্বাচন যতই ঘনিয়ে আসছে আনারসের পক্ষে ভোটাররা আরো বেশি বেশি ঐক্যবদ্ধ হচ্ছেন। পুরো উপজেলা জুড়ে আনারসের জোয়ার উঠেছে। উল্লেখ্য, আগামী ২১ মে দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচন ৮ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভা নিয়ে গঠিত মোট ৭১ টি ভোট কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
Please follow and like us: