তাড়াশ চলনবিলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণী ও পাখি নিধন বন্ধে, জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলার বস্তুল কারিগরি ও বিজ্ঞান কলেজে, পরিবেশ কর্মী ও বস্তুল আলফাত্তাহর প্রতিষ্ঠাতা রাকিবুল হাসান রানার সঞ্চালনায় এবং ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলার নির্বাহী অফিসার সুইচিং মং মারমা। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, প্রাণী সম্পদ অফিসার আমিনুল ইসলাম, শিক্ষা অফিসার মোসাব্বির হোসেন খান, স্টাডি এব্রোড, ঢাকার গবেষক ড. এ এম শহীদুল ইসলাম, গবেষক ও তাড়াশ ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল কাদের, অত্র কলেজের অধ্যক্ষ শাহিনুর ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, তাড়াশ উপজেলা কমিটির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক ও প্রভাষক জাকির আকন, সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান শহীদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বস্তুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশ্বিনী কুমার প্রিন্ট মিডিয়ার বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম কর্মী, বিভিন্ন শ্রেনীপেশার ব্যক্তিবর্গ, এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, পাখি শিকারিবৃন্দ এবং অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণের রাজনৈতিক ও সামাজিক নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী সুইচিং মং মারমা বলেন, বন্য প্রাণী ও পাখি নিধন আইনত দন্ডনীয় অপরাধ। তিনি বলেন, ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসি ল্যান্ডের নেতৃত্বে পাখি শিকারিদের সনাক্ত করে জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় তরুণ সমাজকে পাখি শিকারিদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ছোট ছোট সামাজিক সচেতনতা বন্য প্রাণী ও পাখি শিকারিদের মধ্যে সাড়া ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্যে ভিলেজ ভিশনের উপদেষ্টা ও সমাজকর্মী সাইফুল ইসলাম বলেন, শুধু মাত্র প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বন্য প্রাণী ও পাখি নিধন বন্ধ করা দূরহ। একমাত্র সামাজিক সচেতনতাই পারে এ ধরনের কাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে।
কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ফসলের মাঠে ক্ষতিকারক পোকামাকড় থেকে পাখি আমাদের প্রাকৃতিক বন্ধু হিসেবে সাহায্য করে। তিনি পাখি নিধন রোধে সবাইকে বিশেষত ছাত্র ছাত্রীদের সোচ্চার হতে আহবান জানান। অনুষ্ঠানের শেষ দিকে উপস্থিত সবাইকে বন্য প্রাণী ও পাখি নিধন বন্ধ করতে শপথ বাক্য পাঠ করানো হয়।
Please follow and like us: