২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তালায় সহকারি কমিশনার ভূমি অফিস স্থান্তরসহ বিভিন্ন দাবিতে নাগরিক কমিটির মানববন্ধন




তালায় সহকারি কমিশনার ভূমি অফিস স্থান্তরসহ বিভিন্ন দাবিতে নাগরিক কমিটির মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০২৪, ২০:৩৮ | 629 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ তাজমুল ইসলাম, তালা(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় সহকারি কমিশনার ভূমি অফিস স্থান্তর, টিআরএম চালু করে জলাবদ্ধতা দূরীকরন, তালাকে পৌরসভায় উন্নিত এবং সকল দূর্ণিতী বাজদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪ ডিসেম্বর সকালে তালা উপজেলা নাগরিক কমিটি ও রূপালী মৎস্যজীবী সমবায় সমিতির আয়োজনে উপজেলা পরিষদের মেইন গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নাগরিক কমিটির সভাপতি ও তালা প্রেসক্লাবের আহবায়ক এম এ হাকিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান রেন্টুর পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আলাউদ্দীন জোয়াদ্দার, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উপজেলা নাগরিক কমিটির সহসভাপতি ডা; জাকির হোসেন, সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদুভাই, সমাজ সেবক গাজী সিরাজুল ইসলাম, নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ গাজী বক্তব্য রাখেন। এসময় উপজেলা নাগরিক কমিটির অর্থ সম্পাদক সরদার আব্দুস সবুর, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য স্মিতা জাহান ডেইজী, শিরিনা সুলতানা, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, তালা থেকে পাটকেলঘাটার দুরত্ব ১১ কিলোমিটার রাস্তা অতিক্রম সহকারি কমিশনার ভূমি অফিসে যেতে হয়। যার ফলে ভুক্তভোগীদের হচ্ছে সময় ও অর্থ উভয় অপচয়। এছাড়াও জমিজমা সংক্রান্ত কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি কার্যালয় একই স্থানে হলে যেমনটি উপকৃত হবে সরকার। অন্যদিকে ভুক্তভোগীরাও উপকৃত হবে। অন্যদিকে টিআর এম চালু করে জলাবদ্ধতা দুর করতে হবে। তালাকে পৌরসভায় উন্নিত করা এসময় তালায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ করে তালাকে মডেল হিসাবে গড়ে তোলার জন্য বক্তারা সংশ্লিষ্ট দপ্তরের উদ্বর্তন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET