১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দিনাজপুরে আমরাই পারি শিশু বিবাহ প্রতিরোধ করতে শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত




দিনাজপুরে আমরাই পারি শিশু বিবাহ প্রতিরোধ করতে শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুন ২৭ ২০২১, ১৬:৫৪ | 726 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

২৭ জুন রোববার ঈদগাহবস্তিস্থ দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ের কনফারেন্স রুমে দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিশু সুরক্ষা বিষয় সাংবাদিকদের সাথে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

দিনাজপুর এপিসি ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সময় টিভির দিনাজপুর জেলা প্রতিনিধি গোলাম নবী দুলাল, সাংবাদিক কাশী কুমার দাস, ফটো সাংবাদিক নূর ইসলাম ও ক্যামেরা পার্সন শিমুল। এছাড়া গোল টেবিলের আলোচনায় অংশ নেন এমএনএম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, অনুঘটক সংস্থার নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম বাবলু, শিশু ফোরামের প্রতিনিধি প্রহল্লাদ মহন্ত, খুশী খাতুন, লামাইয়া আক্তার।

আলোচনায় বক্তারা বলেন, কোভিড-১৯ এর ভয়াল থাবায় নিমজ্জিত বাংলাদেশসহ প্রায় পুরো বিশ্ব এক বছরের বেশী সময় ধরে শিক্ষার্থীরা ঘরে বসে থাকতে থাকতে প্রায় ক্লান্ত হতাশার চাদর গায়ে জড়িয়ে ইতিমধ্যে অনেকে মরণ নেশায় আসক্ত হয়েছে। অনেকে আবার আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে অবহেলায়। শিশুরা ইউনিসেফের বাল্য বিবাহের শিকার হচ্ছে। করোনার কারণে দুই বছরের ৪০ লাখ মেয়ে বাল্য বিবাহের শিকার হতে পারে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন। ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা এরিকা হল জানিয়েছেন, সাউথ সুদান, আফগানিস্তান ও বাংলাদেশ এ ক্ষেত্রে অনেক বেশী ঝুঁকিপূর্ণ হতে পারে। ইউনিসেফের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে ১৫ বছর বয়স হওয়ার আগেই ৩৯ শতাংশ এবং ১৮ বছরের মধ্যে ৭৪ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে। এদেশে বাল্য বিবাহের গড় হার ৬৫ শতাংশ। ১৫ বছরের কম বয়সী মেয়েদের বিয়ের এই হার বিশ্বে সর্বোচ্চ। এছাড়া আলোচকরা বলেন, শিশু সুরক্ষার পাশাপাশি মাদক প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধে প্রেসার গ্রুপ হিসেবে কমিটি গঠন করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শিশুদের স্বপ্ন এবং তাদের সুরক্ষা বিষয় তাদের মতামত নিয়ে গোল টেবিল বৈঠকে সাংবাদিকরা গণমাধ্যমে প্রকাশ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET