কুমিল্লার নাঙ্গলকোটের বেল্টা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ পূণর্মিলনী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা বিষয়ক মোটিভেশনাল প্রোগ্রাম মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বেল্টা বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। তুলাতুলি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক নিজাম উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলিল লিখক কবির আহম্মদ।
বেল্টা সমাজকল্যাণ পরিষদ শিক্ষা বিষয়ক সম্পাদক ও নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাইফুল ইসলামের সঞ্চালনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রায়কোট দক্ষিণ ইউনিয়ন পরিষদ সদস্য শাহীন উদ্দিন মজুমদার, বেল্টা সমাজকল্যাণ পরিষদ সভাপতি ও আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ প্রভাষক আব্দুস সালাম, ওয়েব ডেভলপার মাহফুজ আজিম, ব্রাকের সিনিয়র অফিসার স্বপন দাস, ব্যবসায়ী মাসজিদুল হক রাহাত, ব্যবসায়ী এ.এস.এম রনি, ইমদাদ ইংলিশ পয়েন্ট সিইও ইমদাদুল হক শামীম, রাজউক কর্মকর্তা আব্দুল্লাহ, ব্যবসায়ী শফিউল আলম ভূঁইয়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ সিনিয়র আইটি অফিসার আবু বকর সিদ্দিক, বেল্টা সমাজকল্যাণ পরিষদ অর্থ সম্পাদক আজিম উদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আব্দুল্লাহ আল জীবন প্রমূখ।
অনুষ্ঠান শেষে বেল্টা গ্রামের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী ও এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথি বৃন্দ।