সাইফুল ইসলাম – কুমিল্লার নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক বাঙ্গড্ডা বাজার শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা গত রোববার ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শহীদুল্লাহ্র সভাপতিত্বে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান মোহাম্মদ জালাল উদ্দিন আকবর। রোজা ও তাকওয়ার আলোকে মানবিক ব্যাংকিং এর উপর প্রধান আলোচক ছিলেন- লাকসামের ফুলগাঁও ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোঃ ইয়াছিন মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-পেড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী, বাঙ্গড্ডা ইউনিয়ন চেয়ারম্যান এয়াকুব আলী মজুমদার, নব-নির্বাচিত চেয়ারম্যান শাহজাহান মজুমদার, রামেরবাগ বঙ্গবন্ধু শেখ মুজিব টেকনিক্যাল এন্ড কমার্স কলেজ অধ্যক্ষ নুরুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন-কুমিল্লা জোন সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ সফিকুল আলম, মোঃ মনিরুজ্জামান, সিনিয়র অফিসার নাজমুল হোসেন, অনুষ্ঠান পরিচালনা করেন-ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশানস্ হাবিবুর রহমান। আলোচনা সভা শেষে মুনাজাত অনুষ্ঠিত হয়।