কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শুভপুর গ্র্যাজুয়েট ফোরামের আয়োজনে উপজেলার প্রায় ৩০টি প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর ২শতাধিক শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে এবং তাদের মধ্যে ৪৫জন মেধাবৃত্তি লাভ করে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেন ৫জন, সাধারণ গ্রেডে ১৩জন, কোটা ভিত্তিক ২৭জন বৃত্তি লাভ করেন।
মেধাবৃত্তি প্রাপ্তদের পুরষ্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণী রবিবার সকালে শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হুমায়ুন কবির মহসিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ ভূঁইয়া। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ব্রাক্ষণবাড়ীয়া পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক মোস্তফা কামাল ভূঁইয়া, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাটোয়ারী জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ও বক্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় গভর্নিং বডির নবাগত সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শুভপুর গ্র্যাজুয়েট ফোরামের সাধারণ সম্পাদক নেছার উদ্দিন সুজন ও সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শুভপুর গ্র্যাজুয়েট ফোরাম সভাপতি মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সাবেক সভাপতি কাজী নুরুল আলম, বক্সগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাষ্টার ওমর ফারুক, ঢালুয়া আলিম মাদ্রাসা সহকারী শিক্ষক ইয়াছিন, বাংলাদেশ নেভী পেটি অফিসার জামাল উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আব্দুল মান্নান, জনপ্রতিনিধি বাহাদুর মেম্বার, প্রবাসী মীর হোসেন, আব্দুর রব, শুভপুর গ্র্যাজুয়েট ফোরাম প্রতিষ্ঠাতা সভাপতি ওসমান গণি চৌধুরী, সিনিয়র সদস্য গাজী কাউছার আলম, সিনিয়র সহ-সভাপতি মাষ্টার সাহাব উদ্দিন, সহ-সভাপতি জামাল হোসেন, মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম, ইমরান হোসেন সোহান, দপ্তর সম্পাদক রবিউল আলম, অর্থ সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, নবাগত সদস্য রাকিব উদ্দিন খন্দকার, রবিউল আলমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেধাবৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। উপজেলার ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ নাম্বার অর্জন করে প্রথম স্থান ও ট্যালেন্টপুল বৃত্তি লাভ করে বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আরাফাত সিয়াম।